
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মধ্যে ভারতের উত্তরপ্রদেশের ২১ জেলায় ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে। রাজ্য পুলিশের বক্তব্যের বরাতে শুক্রবার (২৭ ডিসেম্বর) এ খবর প্রকাশ করেছে ‘এনডিটিভি’।
সংবাদমাধ্যমটিতে প্রকাশিত খবরে বলা হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই ভারতে সহিংসতা চলছে। সবচেয়ে বেশি সহিংসতা হচ্ছে উত্তরপ্রদেশে।
এমন পরিস্থিতিতে সেখানকার প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে রাজ্য পুলিশের ডিজি ওপি সিং বলেন, উত্তরপ্রদেশে মোট ৭৫টি জেলা রয়েছে। এর মধ্যে ২১টিতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এছাড়া নজরদারি বাড়াতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে আধাসামরিক বাহিনী। তিনি আরও বলেন, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা কৌশলগতভাবে পুলিশ মোতায়েন বাড়িয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হলেই ইন্টারনেট পরিষেবা চালু করা হবে।
এর আগে রাজ্যের বিজনৌর, বুলন্দশহর, মুজাফফরনগর, মেরুত, আগরা, সম্ভল, ফিরোজাবাদ, আলিগড়, গাজিয়াবাদ, রামপুর, সীতাপুর ও কানপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।
আই.এ/