
সকাল থেকে রোদের দেখা মিললেও বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিন শেষে হয়েছে ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্য দিয়ে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ থেমে থাকেনি। শীতের তীব্রতার মধ্যেই মধ্যরাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, দিন দিন তাপমাত্রার অবনতি হতে থাকবে। শুক্রবার দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। পরবর্তী দু'দিনের প্রথম দিকে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার পরবর্তী পাঁচ দিনে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজও রাজধানীসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।
গতকাল যেসব এলাকায় শৈত্যপ্রবাহ ছিল, সেসব এলাকায় তা আরও বিস্তৃত হতে পারে। তবে দেশের বেশির ভাগ স্থানে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। রাতে শীত একটু বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল শনিবার তাপমাত্রা আরও কমতে পারে।
আই.এ/