
মেহেরপুর প্রতিনিধি: ‘স্বপ্ন_দেখি_স্বপ্ন_দেখাই’ স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলার গাংনী থানার জোড়পুকুরিয়া গ্রামের শিক্ষার্থীদের কল্যাণে গড়ে ওঠা ছাত্রকল্যাণ সংগঠন ‘আলোর পথে’ গ্রামের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০১৯ প্রদান করেছে।
বুধবার ২৫ ডিসেম্বর বিকাল তিনটায় জোড়পুকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধণা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০১৯ সালে জোড়পুকুরিয়া গ্রামের পি এস সি, জে এস সি, এস এস সি, এইস এস সি পরীক্ষায় যারা বিভিন্ন স্কুল কলেজ থেকে এ প্লাস পেয়েছে তাদের সংবধর্ণা দেয়া হয়।
এছাড়াও এ বছরে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা চান্স প্রাপ্ত এবং স্কুল কলেজ থেকে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১ম থেকে ৫ম পর্যায়ে অবস্থান করছে তাদেরও সংবর্ধণা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান সাগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগ, এম.এস. জোহা ডিগ্রি কলেজ। আনিছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। বাবুল আক্তার-প্রভাষক, তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রি কলেজ।তৌহিদুর রহমান, প্রভাষক, গাংনী সরকারি ডিগ্রি কলেজ। মিজানুর রহমান লিটন, শিক্ষক, ক্যারিয়ার প্রি-ক্যাডেট স্কুল।
ফারজানা লিমা এর সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন ঢাবি শিক্ষার্থী শফিউল ইসলাম স্বজন ও ঈষিতা হক। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ আরাফাত, আসিফ, শাকিল, জনি, বাদশাহ, শামীম।
আই.এ/

