
কাওছার আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় পটুয়াখালী সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই বীজ বিরতনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ গোলাম সরোয়ার।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা। তিনি বলেন অত্র উপজেলায় রবি/২০১৯-২০ মৌসুমে মোট ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ভুট্টা, চিনাবাদাম, সূর্যমুখী, গ্রীষ্মকালীন মুগ ও শীতকালীন মুগ-এই ৫টি ফসলের উপর বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে যা কৃষকদের জন্য অনেক সহায়ক হবে।
তিনি আরো বলেন বর্তমান কৃষিবান্ধব সরকার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অব্যাহত রাখতে ও কৃষিকে আরো লাভজনক করতে ডিএপি সারের মূল্য প্রতি কেজি ২৫ টাকা থেকে কমিয়ে ১৬ টাকা করেছেন, তাই তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি মহোদয়কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পটুয়াখালী সদর এর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ মোঃ সোহেল , কালিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তানভীর আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ভুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুবেল মোল্লা, কমলাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মনির মৃধা।
বক্তারা বলেন কৃষকদের উন্নয়নে সরকার আন্তরিক আছেন তাই কৃষিতে বাংলাদেশে কৃষকরা তাদের কাজের ক্ষেত্রে বিশেষ ভূুমিকা রাখছে তাই তারা এগিয়ে যাচ্ছে । তাদেরকে সবসময় ভালো কাজের অনুপ্রেরনা দিতে হবে এতে দেশ খুব তাড়াতাড়ি এসডিজির লক্ষ্য অর্জনে করতে সহায়ক হবে।
আই.এ/