
ইসরায়েলের সাইবার গোয়েন্দা গ্রুপ ‘৮২০০’ বিশ্বজুড়ে আলোচিত। এই গ্রুপ বিভিন্ন তথ্য ও কোড হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকে। বিভিন্ন দেশের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হিসেবে কাজ করে ৮২০০। তবে এ বার শোনা গেল ভিন্ন কথা। ইসরায়েলি সাইবার গোয়েন্দা গ্রুপ ‘৮২০০’-এর সাবেক কয়েকজন সদস্য নাকি ইসরায়েলের বিরুদ্ধে লেগেছে।
প্রতিপক্ষের সঙ্গে মিলে তেল আবিবকে বিপদে ফেলতে কাজ করছে তারা। জেরুজালেমভিত্তিক সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, প্রতিপক্ষের সঙ্গে যুক্ত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছে ইসরায়েলি সাইবার গোয়েন্দা গ্রুপ ৮২০০-এর সাবেক কর্মীরা। নিজেদের স্বার্থের জন্যই এমন কাজ করছে তারা। ওই প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের ১০ হাজারেরও বেশি সেনা নিয়ে এই গোয়েন্দা গ্রুপ গঠিত।
এমনকি ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের চেয়েও এর সদস্য বেশি। ৮২০০ গ্রুপটি বিভিন্ন প্রযুক্তির ত্রুটি খুঁজে বের করে এবং হ্যাকিংয়ের যাবতীয় কাজ সম্পন্ন করে। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ও বেসামরিক নানা তথ্যও সংগ্রহ করে তারা। শক্তিশালী এই গ্রুপের সাবেক সদস্যরা এবার ইসরায়েলের বিপক্ষে কাজ করছে। ইসরায়েলের প্রতিপক্ষ দেশগুলো বিভিন্নভাবে প্ররোচিত করে ৮২০০ গ্রুপের সাবেক কয়েকজন সদস্যকে নিজেদের করে নিয়েছে।
এতে বড় ধরনের হুমকিতে পড়েছে তেল আবিব। নাম প্রকাশ না করার শর্তে এ সম্পর্কে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, ইসরায়েলের সাইবার গোয়েন্দা গ্রুপের সক্ষমতা শত্রুদের কাছে তুলে ধরছে এই গ্রুপের সাবেক কয়েকজন সদস্য। এতে বেশ হুমকিতে পড়েছি আমরা। তিনি আরও বলেন- একবার ভাবুন, একজনের বয়স ২৩ কিংবা ২৫।
সে খুবই বুদ্ধিমান ও স্মার্ট। সে দুর্দান্ত কাজ করে। কিন্তু তার মধ্যে এখনো পরিপক্বতা আসেনি। তাদের ‘না’ বলতে জানতে হবে। কিন্তু অনেকেই তা বলেনি। অবশ্য ৮২০০ গ্রুপের সদস্যরা কোন কোন দেশের সঙ্গে জড়িত হয়েছে তা স্পষ্ট করে উল্লেখ করেনি ইসরায়েল। এমনকি কবে থেকে তারা জড়িত হয়েছে সেটিও উল্লেখ করা হয়নি।
আই.এ/