
মৌলভীবাজার দারুল উলূম মাদরাসার বার্ষিক মাহফিল উপলক্ষে সামাজিক সংগঠন 'আল হুদহুদ ইসলামিক সোসাইটি'-এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বাদ আসর অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি মাওলানা হাফিজ আব্দুল আজিজ, সহ-সভাপতি মাওলানা জুবায়ের আহমদ জুবেল'র সভাপতিত্বে ও সেক্রেটারি হামজা বিন হুসাইনের পরিচালনায় দু'আর মাধ্যমে ক্যাম্পিং-এর উদ্ভোধন করেন, দারুল উলুম মাদরাসার শিক্ষাসচিব ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা আজমান আলি, সিনিয়র মুহাদ্দিস, মাওলানা মুজাহিদ আহমদ শ্রীমঙ্গলী ও মাওলানা সাইফুর রাহমান ফয়সল, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মুনঈম।
ক্যাম্পিং-এ রক্তের গ্রুপ নির্ণয় করেন, খিদমাহ ব্লাড ব্যাংক মৌলভীবাজার জেলা শাখার নির্বাহী সদস্য ও মাসিক ছন্দপাতার সহকারী সম্পাদক মনিরুল ইসলাম জহির। এসময় শতাধিক বিভিন্ন শ্রেণির মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
এ ক্যাম্পিং-এ অন্যান্যদের উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সেক্রেটারি মাওলানা আব্দুল কায়ু্ম, সাংগঠনিক সম্পাদক মুসতাকিম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দীন শফী, সহ-সেক্রেটারি মিশকাত রাহমান, অর্থ-সম্পাদক আলী হুসাইন, সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আই.এ/