
পেঁয়াজের দামে এমনিতেই বিপর্যস্ত ভারতের ক্রেতারা। তার ওপর আবারও দাম বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন মহারাষ্ট্রের পেঁয়াজ বাজারের পাইকারি এজেন্টরা। তারা জানিয়েছেন, তুরস্ক পেঁয়াজ রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়ায় দাম বাড়বে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, বিদেশে তথা ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। এ কারণে পেঁয়াজ কিনতে গিয়ে আবারও বিপর্যস্ত হতে হবে ভারতের ক্রেতাদের।
মহারাষ্ট্রের পেঁয়াজ বাজারের পাইকারি এজেন্টদের একাংশ জানিয়েছেন, তুরস্কেও পেঁয়াজের দাম বেড়েছে। দাম নিয়ন্ত্রণে আনতে আপাতত বিদেশের বাজারে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে আঙ্কারা। তুরস্কের এই সিদ্ধান্তের ফলে ভারতে পেঁয়াজের দাম আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ বার পেঁয়াজের দাম ১০ থেকে ১৫ শতাংশ বাড়তে পারে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি আর্থিক বছরে সাত হাজার টনের কিছু বেশি পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করেছে ভারত। এর মধ্যে ৫০ শতাংশের বেশি পেঁয়াজই এসেছে তুরস্ক থেকে। বাকি দেশগুলোর মধ্যে রয়েছে মিশর ও চীন।
প্রসঙ্গত, নিজেদের দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় এতদিন পেঁয়াজ রপ্তানি করছিল তুরস্ক। কিন্তু এ বার সেখানেও পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। ফলে বন্ধ করে দেওয়া হলো রপ্তানি।