যাকারিয়া আবেদীন যাকি (বগুড়া থেকে) বগুড়ায় হাজারো মানুষের ঢ্ল মুফতী ফয়জুল করিম শায়েখে চরমোনাই হুজুরের মাহফিলে। বাংলাদেশ মুজাহিদ কমিটি (বামুক) বগুড়া জেলা শাখার উদ্যোগে পীর সাহেব চরমোনাইর শুভ আগমন উপলক্ষ্যে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার জিয়ানগর মাদ্রাসা মাঠে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হয়।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ফকিহুল উম্মাহ আল্লামা আব্দুল হক আযাদ সাহেবের সভাপতিত্বে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাদ আসর এ মাহফিল শুরু করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ নসিহত পেশ করেন নায়েবে আমীরুল মুজাহিদীন আলহাজ্ব মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই)। এছাড়াও বয়ান করেন বগুড়া জেলার বরেণ্য ওলামা হযরতগণ।