ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে হামলায় আহত এ পি এম সুহেলকে অপারেশন শেষে আইসিইউতে (নিবিড পরিচর্যা কেন্দ্রে) রাখা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে মাথায় অপারেশনের জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১১ টায় অপারেশন শেষ হয়।
বর্তমানে ঢামেকের আইসিইউ -এর ২১ নম্বর বেডে তাকে রাখা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডাকসুর ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ডাকসু ভবনে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে।
ছাত্রলীগ হামলার অভিযোগ অস্বীকার করেছে। হামলায় নুর ও তার সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ১৭ জন নেতাকর্মী আহত হন। তাদের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আই.এ/