ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না: র‍্যাব মহাপরিচালক

প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৯

কাওছার আহমেদ, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ‘বিচ ম্যারাথনে’র আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ কল্যাণ সমিতির সহ সভাপতি জীশান মির্জা।

১০ কিলোমিটার ব্যাপী এই ম্যারাথনে পটুয়াখালী ও বরগুনার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন। ব্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ পায়রা ও বেলুন উড়িয়ে ম্যারাথন উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, মাদকসেবীকে দূরে ঠেলে না নিয়ে তাকে মাদক থেকে ফিরিয়ে আনতে এবং পুনর্বাসনে সকলকে কাজ করতে হবে। র‌্যাব শুধু মাদকের বিরুদ্ধে অভিযান করেই তাদের দায়িত্ব শেষ করছে না। তারা সামাজিকভাবেও মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার করছেন।

আজকের এ আয়োজনের বিষয়ে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই ম্যারাথনে পটুয়াখালী ও বরগুনার ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি বেশি থাকে। এই বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের নিয়ে এ উদ্যোগ নেয়া হয়েছে। যাতে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী মনোভাব তৈরি হয়।

তিনি আরও বলেন, নৌ ও সীমান্তবর্তী স্থানীয় এলাকার যুবসমাজ যেন মাদকে না জড়ায়, র‌্যাব শুরু থেকে সে চেষ্টাই করে আসছে। আজকের অনুষ্ঠানটি প্রচার-প্রচারণার মাধ্যমে মাদকবিরোধী এ ক্যাম্পেইন আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।

র‌্যাব মহাপরিচালক বলেন, হুন্ডির মাধ্যমে দেশের বাইরে থেকে মাদক ব্যবসার অর্থায়ন করা হচ্ছে। দেশকে পুরোপুরি মাদক নিমূর্ল না করা গেলেও দুষ্প্রাপ্য করা সম্ভব। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাদক ব্যবসায় সম্পৃক্ত না হওয়ারও আহবান জানান তিনি।

এসময়ে তিনি জঙ্গিবাদ নিয়ে সকল মুসলিম এবং বাংলাদেশের জনগনকে সতর্ক থাকার আহ্বান জানান। একদল ইসলামের নামে হানাহানি খুনোখুনি লুটপাট মারামারি করে জিহাদ জিহাদ বলে বিতর্ক সৃষ্টি করছে। কিন্তু কোরআন এবং রাসুল (সাঃ) কখনই এগুলো সমর্থন করেননি। তাই যারা ইসলামের নামে হানাহানি খুনোখুনি লুটপাট মারামারি করে তাদেরকে আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী, র‌্যাব-৮ এর অধিনায়ক আতিকা ইসলামসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আই.এ/

মন্তব্য করুন