
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪জনসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, সিএনজি চালক জামান আহমেদ (৩২), যাত্রী মেজবাহ উদ্দিন (৪০) ও তার মা মাহমুদা খাতুন, স্ত্রী রুনা খাতুন (২৬) এবং ছেলে রুসদী (৭)।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপর ৩টায় কুষ্টিয়ার ঈশ্বরদী মহাসড়কের লালনশাহ সেতু সংলগ্ন যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে রাজশাহী যাওয়ার পথে লালন শাহ সেতু সংলগ্ন যাত্রীছাউনির সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই সিএনজি চালক এবং মেজবাহ উদ্দিনের স্ত্রী মারা যান। হাসপাতালে নেওয়ার পর মেজবাহউদ্দিন ও তার ছেলে এবং মা মাহমুদা খাতুন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। ওসি (হাইওয়ে) জয়নুল আবেদিন এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লালনশাহ সেতু সংলগ্ন একটি যাত্রী ছাউনিতে এই দুর্ঘটনা ঘটে।
আই.এ/