ডাকসু ভিপি নুরের ওপর হামলায় চাঁদাবাজিসহ নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের অপসারিত সাধারণ সম্পাদক ডাকসু জিএস গোলাম রাব্বানীকে দায়ী করে সন্ত্রাসী আখ্যা দিলেন এক সময়ের তুমুল আলোচিত গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
রাব্বানীকে সন্ত্রাসী আখ্যায়িত করে নুরদের হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে বলেও মন্তব্য করেছেন ইমরান। সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নুরুল হক নুরের ওপর হামলার বিষয়ে একটি স্ট্যাটাস দেন ইমরান এইচ সরকার।
ওই স্ট্যাটাসে গণজাগরণ মঞ্চের এ নেতা লেখেন, ‘দুর্নীতির দায়ে বহিস্কৃত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর গতকালের বক্তব্য দেখলাম। তার সাফ কথা, ‘‘নুর আহত নাকি নিহত, ইট ডাজেন্ট ম্যাটার। বরং যারা এই ন্যক্কারজনক হামলা করেছে তারা ঠিক কাজ করেছে’’।
গোলাম রব্বানীর বক্তব্য তুলে ধরে প্রশ্ন রেখে ইমরান বলেন, ‘এই বক্তব্য থেকে কি পরিস্কার নয় যে গতকাল নুরদের হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছিল এবং এই হামলার মূলহোতা গোলাম রাব্বানী? এই সন্ত্রাসীকে কি এখনো গ্রেফতার করা হয়েছে?’
এর আগে রোববার অপর এক স্টাটাসে ইমরান বলেন, ‘ডাকসু ভিপি নুর ও সাধারন শিক্ষার্থী পরিষদের আহবায়ক হাসান আল মামুনসহ ছাত্রদের উপর নারকীয় সন্ত্রাসী হামলাকারীদের চিনে রাখুন। হামলাকারী সন্ত্রাসীদের ব্যানার যাই হোক না কেন এরাই এই সময়ের রাজাকার, আল বদর, আল-শামস। মুক্ত-স্বাধীন, সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হলে এসব অপশক্তির বিচার একদিন হবেই’।
/এসএস