আদলত মামলা গ্রহণ করে অভিযোগপত্র নেওয়ায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবাদুর রহমান শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল ২২ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ হতে উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
পরিপত্রে জানানো হয়, করিমগঞ্জ থানায় শামীমের বিরুদ্ধে দায়েরকৃত জিআর মামলা নং-১৯ এর অভিযোগপত্র গৃহিত হওয়ায় বিজ্ঞ অদালত জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে অসমীচীন মনে করেন।
শামীম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করে।