
সৌদি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকায় ৫ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সৌদি আরবের সরকারি আইনজীবী এ তথ্য জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, জামাল খাশোগি হত্যাকাণ্ডে জড়িত থাকায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। এছাড়া হত্যায় জড়িত থাকায় ৩ জনকে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত বছরের অক্টোবরে ব্যক্তিগত প্রয়োজনে তুরস্কের সৌদি কনস্যুলেটে আসেন সাংবাদিক জামাল খাশোগি। সেখানেই সৌদি কর্মকর্তাদের হাতে খুন হন তিনি।
উল্লেখ্য, সৌদি বংশদ্ভূত জামাল খাসোগি দ্য ওয়াশিংটন পোস্ট এর একজন সাংবাদিক ও লেখক ছিলেন। যিনি পূর্বে আল-এরাব নিউজ চ্যানেল এর সাধারণ ব্যবস্থাপক এবং মূখ্য সম্পাদকের পদে নিযুক্ত ছিলেন। তিনি সৌদি আরবের সরকারের প্রতিনিধি দ্বারা ২০১৮ সালের ২ অক্টোবরে ইস্তাম্বুলে অবস্থিত সৌদি দূতাবাসে গুপ্তহত্যার শিকার হন।
আই.এ/