
ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার ইমেরিটাস স্যার ফজলে হাসান আবেদকে আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে সমাহিত করা হবে। এর আগে তার মরদেহ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। দুপুর সাড়ে ১২টায় সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক মুহাম্মাদ মুসা এ তথ্য জানিয়েছেন। স্যার ফজলে হাসান আবেদের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার সারা দেশে ব্র্যাকের সব অফিস বন্ধ থাকবে।
এ দিকে, স্যার ফজলে হাসান আবেদের স্মরণে রবিবার বেলা ২টা থেকে মহাখালীস্থ প্রধান কার্যালয় ব্র্যাক সেন্টারে একটি শোকবই খোলা হবে।
এছাড়া আগামী সোমবার (২৩ ডিসেম্বর) আড়ং, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সারা দেশে ব্র্যাকের আঞ্চলিক অফিসগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শোকবই খোলা থাকবে। শোকবই থাকবে ৩০ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত।
ব্র্যাকের স্বপ্নদ্রষ্টা স্যার আবেদের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও বিশিষ্টজনেরা। শুক্রবারই আবেদের মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তার মৃত্যুতে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, স্যার ফজলে হাসান আবেদ শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও তিন নাতি-নাতনি রেখে গেছেন।
আই.এ/