পাবলিক ভয়েস : কুষ্টিয়ায় কিশোরী ফুটবলারকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত নয়নকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, বেশ কিছু দিন ধরে ওই কিশোরী ফুটবলার ও ৯ম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করে আসছিল স্থানীয় বখাটে নয়ন। এর জেরেই গত ৯ ডিসেম্বর রাতে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে ধর্ষণ করে সে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলে মাসখানেক ধরে। পরে গত ১০ই জানুয়ারি কুষ্টিয়া সদর থানায় মামলা করে নির্যাতিতার পরিবার।
এ ঘটনায় অভিযান চালিয়ে অভিযুক্ত নয়নকে গ্রেফতারের পর থানা হাজতে রাখা হয়েছে। এদিকে জেলা সদর হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানায় পুলিশ।
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন জানান, রাতে ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়। হাসপাতালে ভর্তির পর নির্যাতিতার শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এবং ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি রেকর্ডে করা হয়েছে।