
রাজধানীর হযরত শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশার কারণে বিমান ওঠানামা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) এ দু’টি বিমানবন্দরের দায়িত্বরত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে আসলে বিমান ওঠানামা স্বাভাবিক হবে। বিমান ওঠানামা বন্ধ থাকার কারণে চীনের গুয়াংজু থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট মিয়ানমারের মান্দালয়ে অবতরণ করেছে।
অপর বাংলাদেশ বিমানের কুয়ালালামপুর থেকে ঢাকামুখী ফ্লাইট, দোহা ও ব্যাংকক থেকে আসা দুটি কার্গো ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। মোট চারটি ফ্লাইট কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি। এ দিকে চট্টগ্রাম, কক্সবাজার ও যশোর রুটে বিমান, নভোএয়ার ও ইউএসবাংলার সাতটি ফ্লাইট ঢাকা ছেড়ে যেতে পারেনি বলেও জানান তিনি।
আই.এ/

