
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজাকার, আলবদর, আল শামস যারা দেশের মানুষকে হত্যা করেছিলো তাদেরকে নিয়ে বিএনপি রাজনীতি করে। তারা ক্ষমতায় থাকলেও সন্ত্রাস করে ক্ষমতায় না থাকলেও সন্ত্রাস করে। তাদের সন্ত্রাস অগ্নি সন্ত্রাস।
আজ শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের প্রথম দিনে সোহরায়ার্দী উদ্যানে সভাপতির বক্তব্যে আওয়ামী লীগ সভানেত্রী এ কথা বলেন।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নতির কথা উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন, প্রবৃদ্ধি বৃদ্ধির কারণ কী অনেকেই বলেন; আমরা বলবো জাতীর পিতার নীতিমালা অনুসরণ করে এগিয়ে যাচ্ছি বলেই আমরা এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আমরা চাই এধারা অব্যহত থাকুক।ও
শেখ হাসিনা বলেন, জাতির পিতার সোনার বাংলার ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। জাতির পিতার স্বপ্নের সোনারা বাংলা আমরা গড়ে তুলবোই।
সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কূটনৈতিক মিশন থেকে শুরু করে আগত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।
আগামীকাল সকালে কাউন্সিলের আগ পর্যন্ত সম্মেলনের আজকের প্রথম পর্ব মুলতবী ঘোষণা করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার বক্তব্য শেষ করেন।
/এসএস