ইসমাঈল আযহার: পাকিস্তানে ৪ মাসে সম্পূর্ণ কোরআন মুখস্ত করল আট বছরের শিশু পেশোয়া নামুস। শিশুটি তার সহপাঠীর রেকর্ড ভাঙতেই ৪ মাসে কোরআন মুখস্ত করে।
ডেইলি পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে পেশোয়া নামুসের মা বলেন, পেশোয়া কোরআন হেফজ করার সময় দরজা বন্ধ করে দিতো। এবং যতক্ষণ তার ছবক (নির্দষ্ট অংশ পড়া) না হতো সে দরজা খুলতো না।
পেশোয়ার মা আরও বলেন, একদিন আমি রাত তিনটার সময় উঠে দেখি পেশোয়া নফল নামাজ পড়ে দোয়া করছে। খুব কাঁদছে। এভাবে দিন রাত মেহনত করে পেশোয়া কোরআন মুখস্ত করে। পেশোয়া বড় দুই বোনও কোরআনের হাফেজা।
যেসব বাচ্চারা কোরআন মুখস্ত করছে তাদের উদ্দেশ্য পেশোয়া বলে, তারা যেন কোরআনের আদব করে, সম্মান করে। এবং কোরআন শরীফকে তাদের অন্তরে হেফাজত রাখে।
ডেইলি পাকিস্তান থেকে ইসমাঈল আযহারের অনুবাদ
পেশোয়ার কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন...
https://youtu.be/g-2dLQODS_U
আই.এ/