ইসলামী শাসনতন্ত্র ছাত আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন আজ বুধবার ( ১৮ ডিসেম্বর) পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমরান হোসাইন নূরকে সভাপতি ও মুহাম্মাদ সুলতান মাহমুদকে সাধারণ সম্পাদক করে ২০২০ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। এছাড়াও সহ-সভাপতি হিসেবে মুহাম্মাদ হাবিবুর রহমান এর নাম ঘোষণা করা হয়।
সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মুহাম্মাদ আল আমিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সম্পাদক ইমরান হোসাইন নূর এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন এর সেক্রেটারী জেনারেল নুরুল করীম আকরাম।
প্রধান অতিথি তার বক্তব্যে মুফতী সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, বর্তমান যুগ চ্যালেঞ্জের যুগ, ইশা ছাত্র আন্দোলন সব সময় চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে একটি পরিবর্তন আনতে বদ্ধপরিকর। ইশা ছাত্র আন্দোলনের এ পথচলা মোটেও মসৃণ নয়, এ অমসৃণ পথে সাহসী ভূমিকা রেখে পরিবর্তনের আওয়াজ তুলে অনেক দুর এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় আগ্রাসন ও সমস্ত সাম্রাজ্যবাদী আগ্রাসনের মোকাবেলায় ও দেশের সাধীনতা সার্বভৌমত্ব কে অক্ষুন্ন রাখতে ছাত্র আন্দোলনকেই সর্বাগ্রে নেতৃত্ব দিতে হবে।
প্রধান বক্তার বক্তব্যে সেক্রেটারি জেনারেল নুরুল করীম আকরাম বলেন, ছাত্র আন্দোলন নেতৃত্ব তৈরীর কারখানা। সমাজের সমস্ত অন্যায় অরাজকতা রুখে দিয়ে ছাত্রসমাজকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে আগামীর স্বপ্নীল ও আদর্শ বাংলাদেশ বিনির্মানে ছাত্র আন্দোলনকে ভূমিকা রাখতে হবে। এজন্য আমাদেরকে আরো দক্ষ, যোগ্য, খাঁটি, মেধাবী ও আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরী হতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর সংগ্রামী সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা আন্দোলনের কেন্দ্রীয় নেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন নগর ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সাদ, প্রশিক্ষণ সম্পাদক জামিলুল ইসলাম অর্থ সম্পাদক মামুন খন্দকার, দফতর সম্পাদক আব্দুর রহমান, বিশ্ববিদ্যালয় সম্পাদক রায়হান ফারুক, কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মুতালিব হুসাইন, আলিয়া মাদ্রাসা সম্পাদক কাওসার মাহমুদ, কলেজ সম্পাদক শিহাব মোহাম্মদ, স্কুল সম্পাদক ফরহাদ হোসাইন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আলাউদ্দিনসহ বিভিন্ন থানা নেতৃবৃন্দ।
/এসএস