
বিতর্কিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতায় পথে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার তৃতীয় দিনের মতো প্রতিবাদে অংশ নেন তিনি। এ সময় দেশজুড়ে প্রতিবাদের ডাক দেন মমতা। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর দিয়েছে।
খবরে বলা হয়, বিতর্কিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে বুধবার তৃতীয় দিনের মতো প্রতিবাদে অংশ নেন মমতা। হাওড়ায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভা থেকে দেশজুড়ে আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন তিনি।
বুধবার হাওড়া ময়দানের প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপক। মঞ্চে উপস্থিত ছিলেন একদল বাউলশিল্পীও। তারা নাগরিকত্ব আইনবিরোধী গান দিয়ে অনুষ্ঠান শুরু করেন। আগের দুদিনের মতো এ দিনও মিছিল শুরুর আগে শপথবাক্য পাঠ করান তৃণমূল নেত্রী।
প্রতিবাদ মিছিলের শেষে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মমতা ব্যানার্জী। তিনি বলেন, আমরা হিংসা চাই না বলে পথে নেমেছি। এক হাজার বুলেটের যা দাম, দশটা মানুষ পথে নেমে কথা বললে তার দাম বেশি। বুলেট দিয়ে গণতান্ত্রিক আন্দোলন আটকানো যায় না।
এদিকে নাগরিকত্ব আইনের প্রতিবাদ যাতে নিয়ন্ত্রণের গণ্ডি না ছাড়ায় তার জন্য আবেদন জানালেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম। পাশাপাশি তিনি মন্তব্য নাগরিকত্ব আইন ভারতীয় মুসলিমদের জীবনে কোনও রকম প্রভাব ফেলবে না। এই আইন নিয়ে সবাইকে ভয় না পেতে অনুরোধও করেন তিনি।
আই.এ/