
রাজাকারের তালিকা স্থগিত করা হয়েছে। আগামী ২৬ মার্চ পরবর্তী তালিকা প্রকাশ করা হবে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিতর্কিত রাজাকারের তালিকা স্থগিত করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালায়।
আজ বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সংশোধন করে পরবর্তী তালিকা ২৬ মার্চ প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
এর আগে মন্ত্রী বলেন, তালিকা সবে শুরু হয়েছে, আগামীতে আরও সতর্কভাবে তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসার দায়ভার আমরা অস্বীকার করিনি। সে কারণে আমরা দুঃখ প্রকাশ করেছি এবং সেটা সংশোধন করার কথা বলেছি।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত মুক্তিযোদ্ধা সমাবেশে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
মোজাম্মেল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তালিকা করা হয়েছে। তাদের দেয়া তথ্যের কোন সংযোজন বিয়োজন আমরা করিনি। আর তালিকায় নাম আসা মুক্তিযোদ্ধার মধ্যে যদি কেউ সংশোধনের আবেদন না করেন, সেটি আমরা নিজ উদ্যোগে সংশোধন করে দিব।
/এসএস