চাঁদাবাজি দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে ৩২ জনকে অব্যহতি প্রদান করা হয়েছে। এর মধ্যে ২১জনকে বহিষ্কার ও ১১জনকে আবেদনের প্রেক্ষিতে অব্যহতি প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার ১৭ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অব্যহতির এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, কেন্দ্রী নির্বাহী সংসদের কতিপয় নেতৃবৃন্দের বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা প্রমাণ সাপেক্ষে নিম্নোক্ত পদধারিদের বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যহতি প্রদান পূর্বক পদ সমূহ শূন্য ঘোষণা করা হলো।
অব্যহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছে দপ্তর সম্পাদক, ধর্ম সম্পাদক, স্বাস্থ্য সম্পাদকসহ সহ-সভাপতি ১৮জন, উপ-দপ্তর সম্পাদক ২জন, উপ-সাংস্কৃতিক সম্পাদক ২জন, উপ-স্বাস্থ্য সম্পাদক ২জন, উপ-প্রচার সম্পাদক ১জন, উপ-পাঠাগার সম্পাদক ১জন ও ৩জন সহ-সম্পাদক।
অব্যহতি প্রাপ্তরা হলেন, সহ-সভাপতি তানজিল ভূঁইয়া তানভির, আরেফিন সিদ্দিক সুজন, আতিকুর রহমান, বরকত হোসেন, হাওলাদার, শাহরিয়ার কবির বিদ্যুত, সাদিক খান, সোহানী হাসান তিথী, মুনমুন নাহার বৈশাখী, আবু সাঈদ, রুহুল আমিন, রাকিব উদ্দিন, সোহেল রানা, ইসমাঈল হোসেন, তপু, এস. এম তৌফিকুল হাসান সাগর, আমিনুল ইসলাম বুলবুল, বি.এম. শাহরিয়ার হাসান, হাফিজুর রহমান, এস.এম. হাসান আতিক।
এছাড়াও দপ্তর সম্পাদক আহসান হাবীব, ধর্ম সম্পাদক তাজ উদ্দীন, স্বাস্থ্য সম্পাদক, শাহারিয়ার ফেরদৌস, উপ-দপ্তর সম্পাদক মমিন শাহরিয়ার, মাহমুদ আব্দুল্লাহ বিন মুন্সী, উপ-সাংস্কৃতিক সম্পাদক বি.এম. লিপি আক্তার, উপ-স্বাস্থ্য সম্পাদক রাতুল সিকদার, শাফিউল সাজিব, উপ-প্রচার সম্পাদক, সিজাদ আরেফিন শাওন, উপ-পাঠাগার সম্পাদক রুশী চৌধুরী, সহ-সম্পাদক সামিয়া সরকার, রনি চৌধুরী আঞ্জুমানারা অনু।
/এসএস