
ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার উদ্দ্যেগে ও ইসলামী ছাত্র খেলাফত ব্রাক্ষণবাড়ীয়া জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় আগামীকাল বুধবার বাদ যোহর উস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে আল্লামা মুফতী ফজলুল হক আমিনী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
সভাপতিত্ব করবেন জেলা ইসলামী ঐক্যজোট সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস।
এতে আমন্ত্রিত অতিথি থাকবেন আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী,আল্লামা মুনিরুজ্জামান সিরাজী, মুফতী মুবারক উল্লাহ, আল্লামা সাজিদুর রহমান, মুফতী শামসুল হক,মুফতী আব্দুর রহিম কাসেমী, মাওলানা বেলায়েতুল্লাহ নূর, মাওলানা নোমান হাবিবী, মাওলানা আলী আযম।
প্রধান অতিথি থাকবেন মুফতী আমিনী রহঃ এর সুযোগ্য সন্তান, হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আবুল হাসানাত আমিনী, প্রধান আলোচক থাকবেন হেফাজতে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী মোহাম্মদ ফয়জুল্লাহ, চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা মঈনুদ্দিন রুহী,যুগ্ম মহাসচিব মুফতী আলতাফ হোসাইন প্রমুখ।
যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোট ব্রাক্ষণবাড়ীয়া জেলা সাধারণ সম্পাদক মুফতী বোরহান উদ্দিন কাসেমী।
আই.এ/

