নোয়াখালীতে ব্যান্ড পার্টি দিয়ে মসজিদ উদ্বোধনের অভিযোগ উঠেছে। আজ সোমবার বিজয় দিবসের অনুষ্ঠানের পূর্বে নিজ অর্থায়নে নির্মিত ‘তৌহিদা রহমান উপজেলা পরিষদ জামে মসজিদের উদ্বোধন করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া (মানিক)। ব্যান্ড বাজিয়ে মসজিদ উদ্বোধনের সমালোচনা করেছেন সোনাইমুড়ী উপজেলা সাধারণ এলাকাবাসীরা।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম, সোনাইমুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।
জানা যায়, সকালে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে ব্যান্ড পার্টি আনা হয়। আর দুপুরে মসজিদ উদ্বোধনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তৌহিদা-মানিক ট্রাস্টের আওতায় নিজ অর্থায়নে মসজিদটি নির্মাণ করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আতাউর রহমান ভূঁইয়া (মানিক)। অথিতিদের নিয়ে তিনি উপজেলার মসজিদটি উদ্বোধন করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদ উদ্বোধনের একটি ভিডিও ছাড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, এলাকার গণ্যমান্য লোকেরা সহ সাধারণ মানুষের উপস্থিতিতে মসজিদটি উদ্বোধন করা হচ্ছে। এবং ব্যান্ড পার্টি মসজিদ উদ্বোধনের সময় অনবরত বাজনা বাজাচ্ছে। কেউ তাদের নিষেধও করেননি।
স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান এবং মসজিদ প্রতিষ্ঠাতার ভাই আনিসুর রহমান বলেন, আমরা বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছি। তাই ব্যান্ড পার্টি ছিল। মসজিদ উদ্বোধনের জন্য ব্যান্ড পার্টি আনা হয়নি। অনুষ্ঠানের পরে মসজিদ উদ্বোধন করা হয়েছে। এতে কোন ব্যান্ড বাজানো হয়নি।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস