আদালতে নিজের জামিন আবেদন খারিজ হওয়ার ঘটনাকে নজিরবিহীন বলে মন্তব্য করেছেন কারারুদ্ধ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। আজ সোমবার ছোট বোন সেলিমা ইসলামসহ স্বজনরা বিএসএমএমইউতে তার সাথে সাক্ষাতে গেলে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বেগম জিয়ার বোন সেলিমা ইসলাম।
তিনি জানান, খালেদা জিয়া তার জামিন আবেদন খারিজ হওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। এই ঘটনাকে নজিরবিহীন উল্লেখ্য করে তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার সাথে দেখা করতে যান স্বজনরা। এর আগে গত ১৪ ডিসেম্বর খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের দেখা করার কথা ছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ওইদিন অনুমতি বাতিল করে আজকের দিন ঠিক করে।
পরে আজ বিকেলে স্বজনরা বিএসএমএমইউতে খালেদা জিয়ার সাথে সাক্ষাত করত যান। পরিবারের সদস্যদের মধ্যে ছিলেন-খালেদা জিয়ার ছোট বোন সেলিমা ইসলাম ও তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা এবং শামীম ইস্কান্দারের ছেলে অভিক ইস্কান্দার।
সাক্ষাত শেষে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন সেলিমা ইসলাম। এসময় তিনি বলেন, হাসপাতালের মেডিকেল রিপোর্টের সঙ্গে খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতির কোনো মিল নেই।
এসময় বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, খালেদা জিয়া অসুস্থ। তার স্বাস্থের অবস্থা ভালো নয়। আদালতে মেডিকেল বোর্ডের দেয়া রিপোর্টের সাথে তার বর্তমান স্বাস্থ্যের কোনো মিল নেই।
/এসএস