ভোলা প্রতিনিধি: মহান বিজয় দিবসে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন ভোলার সর্বস্তরের জনগন। সোমবার সূূর্যদায়ের প্রথম প্রহরে জেলা প্রশাসক চত্বরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও শহরের যুগীরঘোল এলাকার বধ্যভূমিতে ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ভোলা মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় এক মিনিট নিরবতা পালন করেন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
[caption id="attachment_60613" align="alignnone" width="570"] জেলা প্রশাসক ও পুলিশ প্রধানের শ্রদ্ধাঞ্জলি[/caption]
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন প্রমূখ।
/এসএস