
ইয়েমেন-সৌদি আরবের সঙ্গে সংঘর্ষে তিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে রিয়াদ। ইয়েমেনের গণবাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা প্রাণ হারিয়েছে। নিহত সেনারা হলেন, নাসির আল হাদারি, ইয়াহিয়া মোহনেশি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ। খবর সৌদি সংবাদ সংস্থা এসপিএ-এর।
ইয়েমেন সীমান্তবর্তী জিযান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে বার্তাসংস্থাটি জানিয়েছে। তবে কোনো কোনো সূত্র জানিয়েছে, সংঘর্ষে সৌদি আরবের ছয় সেনা প্রাণ হারিয়েছে। সৌদি বার্তা সংস্থা বলছে, চলতি ডিসেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত ইয়েমেনিদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা নিহত হয়েছে।
ইয়েমেনি সূত্রগুলোর পরিসংখ্যান অনুযায়ী নিহত সৌদি সেনার সংখ্যা এরচেয়ে অনেক বেশি। ইয়েমেনে আগ্রাসনের শুরু থেকেই নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা প্রকাশে অনীহা দেখিয়ে আসছে সৌদি আরব। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।
আই.এ/