ভারতীয় পার্লামেন্টে পাশ হওয়া নাগরিকত্ব বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শুক্রবার রাজধানীর পল্টনে পরিষদের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত বলেন, এই বিল যদি আইনে পরিণত হয়, তাহলে তা অধিকতর নিরাপত্তারর আশায় সংখ্যালঘুদের দেশত্যাগে উৎসাহী করবে।
এরফলে, বাংলাদেশের অভ্যন্তরে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনে সংখ্যালঘুদের অংশগ্রহণ নিরুৎসাহিত করবে।
এছাড়া এই বিল আইনে পরিণত হলে বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন, নিপীড়ন, ভূমি দখল এবং ধর্মান্তরকরণে সংখ্যালঘুদের দেশছাড়া করে বাংলাদেশকে এক ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার আকাংখা বাস্তবায়নপ অধিকতর উৎসাহিত করবে।
সংবাদ সম্মেলনে উদ্ভুত পরিস্থিতি সমাধানে জাতীয়-আন্তর্জাতিক আাইনের আওতায় দ্বিপাক্ষিক রাষ্ট্রিয়া আলোচনায় সমাধানের আহ্বান জানানো হয়।
আই.এ/