
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও তার পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
বৃহস্পতিবার সন্ধ্যায় তিন দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রীর নয়াদিল্লি যাওয়ার কথা ছিল। আর শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতের মেঘালয়ে যাওয়ার কথা ছিল।
জানা গেছে, আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এ সফর করতে পারেন তিনি। ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল পাসের একদিন পর প্রতিবেশী বাংলাদেশের দুই জন মন্ত্রীর পূর্বনির্ধারিত ভারত সফর বাতিল ও স্থগিত করার ঘটনাটি এক রকম প্রমাণ করে ওই বিল পাসের বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ সরকার।
আইএ/