বিশেষ প্রতিবেদন : আল্লামা শাহ আহমদ শফী বাংলাদেশের একজন বিশিষ্ট আলেম। বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক। অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর।
সংক্ষিপ্ত পরিচয়-
নাম : শাহ আহমদ শফী
উপাধি : শাইখুল ইসলাম
জন্ম : ১৯২০ (১৩৪১ হিজরী), রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
জাতীয়তা : বাংলাদেশি
মাযহাব : হানাফী
আল্লামা শাহ আহমদ শফী ১০ বছর বয়সে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীতে ভর্তি হন। ঐ বয়সেই তিনি পিতা-মাতাকে হারান। এরপর ১০ বছর আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীতে অতিবাহিত করেন। ২০ বছর বয়সে (১৯৪১ সালে) তিনি ভারতের দারুল উলূম দেওবন্দে ভর্তি হন। দারুল উলূম দেওবন্দে থাকাকালীন সময় তিনি শায়খুল আরব ওয়াল আজম, সাইয়্যেদ হুসাইন আহমাদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির হাতে বাইয়াত (নিজেকে দীন-দুনিয়া সকল বিষয়ে কারো হাতে সোপর্দ করা) গ্রহণ করেন এবং খেলাফতপ্রাপ্ত হন।
কর্মজীবন-
আল্লামা শাহ্ আহমদ শফী চার বছর অধ্যায়ন ও বিখ্যাত বুজুর্গদের সান্নিধ্য লাভ করেন এবং হাদিস, তাফসীর, ফিকাহশাস্ত্র বিষয়ে জ্ঞান অর্জন করেন। তিনি মাদানী রহমাতুল্লাহি আলাইহির প্রতিনিধি হয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। এরপর চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীতে শিক্ষক হিসেবে নিযুক্ত হন।
১৪০৭ হিজরীতে হাটহাজারীর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে মহাপরিচালকের পাশাপাশি শায়খুল হাদিসের দায়িত্বও পালন করছেন। তিনি অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধ ও ইসলাম প্রচারণার জন্য ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠন করেন।
ভারতে বাবরী মসজিদ ধ্বংস, ফারাক্কা বাঁধ, তসলিমা নাসরিন ইস্যু, সরকারের ফতোয়াবিরোধী আইনের বিরুদ্ধে আন্দোলনে তৎকালীন সময়ে আল্লামা শাহ আহমদ শফী ছিলেন প্রথম সারির একজন।
গ্রন্থাবলী-
উর্দু :
ফয়জুল জারী (বুখারীর ব্যাখ্যা)
আল-বায়ানুল ফাসিল বাইয়ানুল হক্ব ওয়াল বাতিল
ইসলাম ও ছিয়াছাত
ইজহারে হাকিকাত
বাংলা :
হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব
ইসলামী অর্থ ব্যবস্থা
ইসলাম ও রাজনীতি
সত্যের দিকে করুন আহবান
সুন্নাত ও বিদ'আতের সঠিক পরিচয়