
কেরানীগঞ্জের চুনকোটিয়া এলাকার ‘প্রাইম অনটাইম প্লাস্টিক’ কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত মোট চারজনের মৃত্যু হলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসারত অবস্থায় ইমরান, বাবুল ও রায়হান নামে ওই তিনজনের মৃত্যু হয়। নিহতরা সকলেই ‘প্রাইম অনটাইম প্লাস্টিক’ কারখানার শ্রমিক ছিলেন।
বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৪টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এর আগে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকোটিয়া হিজলতলা এলাকার ‘প্রাইম অনটাইম প্লাস্টিক’ নামে ওই কারখানাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভয়াবহ এই আগুনে দগ্ধ হয় ৩৪ জন। পরবর্তীকালে আশঙ্কাজনক অবস্থায় তাদের সকলকে ঢামেকে ভর্তি করা হয়। এ ব্যাপারে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তিরত ৩৪ জনের মধ্যে বুধবার রাত ১২টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
আই.এ/