ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে রাতের আধারে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চর পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার শাহিনের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত শিক্ষিকা দৌলতখান উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। কিন্তু অভিযোগের প্রায় তিন সপ্তাহ অতিবাহিত হলেও এখনও কোনো বিচার পায়নি ভুক্তভোগী।
নির্যাতনের শিকার শিক্ষিকা অভিযোগ করে বলেন, গত (নভেম্বর) মাসের ১৮ তারিখ সন্ধ্যার দিকে ভোলা শহরের কালিবাড়ি রোড বিল্লাহ মসজিদ এলাকায় সে তার বোনোর বাসায় যায়। পরে সেখান থেকে হেটে বাসায় ফেরার পথে ওই রাস্তা দিয়ে যাওয়া একজন বাই সাইকেল চালক পিছন দিক থেকে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় সে ডাকচিৎকার দিলে সাইকেল চালক দ্রুত পালিয়ে যায়। কিন্তু যাওয়ার সময় সেখানকার এক দোকানদার তাকে দেখতে পায়। তাকে সালাম দিয়ে তার সাথে কথা বলে। কিন্তু দোকানদা তখনও জানতো না যে এরকম একটি কাজ করে আসছে। পরবর্তীতে স্থানীয় লোকজন ও ওই এলাকায় বসবাসকারী সেই সাইকেল চালকের এক আত্মীয়ের মাধ্যমে জানা যায় যে সে দৌলতখান উপেজলার মদনপুর ইউনিয়নের চরপদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার নাম আব্দুস সাত্তার। ওই এলাকায় জমি কেনার সুবাদে সে প্রায়ই এ এলাকায় আসেন।
শিক্ষিকা আরো অভিযোগ করে বলেন, আব্দুস সাত্তার শাহিন ওই এলাকার নতুন রাস্তায় পাশে জমি কিনেছেন। এবং সেখানে প্রতিদিন বিকেলে একটি ওষুধের দোকান করেন সে। প্রতিদিন সন্ধ্যার পর সে ওই এলাকা দিয়ে তার দোকানে যায়। এবং যাওয়ার সময় প্রায়ই সে ওই এলাকায় এরকম ঘটনা এর আগেও ঘটিয়েছে। কিন্তু এলাকার মানুষ এত দিন তাকে দেখতে পায়নি বলে চিনতে পারেনি।
এ ঘটনার পর আমি দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জীতেন্দ্র কুমারকে বিষয়টি অবগত করলে সে লিখিত অভিযোগ দিতে বলে। এর প্রেক্ষিতে আমি গত মাসের ২১ তারিখ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করি। ভুক্তভোগী শিক্ষিকা বলেন, এ ঘটনায় আমি একজন শিক্ষিত নারী ও একটি স্কুলের প্রধান শিক্ষিকা হয়ে বিচার না পাই তাহলে আর কেউ বিচারের আসা করতে পারেনা। এ সকল লম্পট শিক্ষকদের শিক্ষা না দিলে তারা এরকম অপকর্ম পথে ঘাটে করেই যাবে। আমি এঘটনার উপযুক্ত শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তার শাহিন বলেন, আমি এসকল ব্যাপারে কিছুই জানিও না এবং শুনিনি।
দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার বলেন, চর পদ্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার শাহিনের বিরুদ্ধে একজন নারী শিক্ষিকা একটি অভিযোগ দিয়েছে। তবে আমি তাকে মামলা করতে বলেছি। সে মামলা করতে রাজি হয়নি। তার পরও আমি আজকেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নোটিশ পাঠাবো। অভিযোগ প্রমানিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।