
শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ১১ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ। বুধবার (১১ ডিসেম্বর) শ্রমিকদের আমরন অনশনের মঞ্চে যেয়ে এই সংহতি প্রকাশ করেন।
খুলনা নগর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বলেন, দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের ডাকে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবি আদায়ে গত ২৩ নভেম্বর থেকে পাটকল শ্রমিকরা আন্দোলনে রয়েছে।
দীর্ঘদিন ধরে মজুরি না পেয়ে চরম অর্থ সংকটে রয়েছে তারা। পরিবার-পরিজনের মুখের আহার যোগাতে হিমসিম খেতে হচ্ছে খেটে খাওয়া এইসব বঞ্চিত মানুষের। মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখা এই শ্রমিক ও তাদের পরিবারের দিকে তাকিয়ে অবিলম্বে পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
নেতৃরা আরও বলেন, মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরিসহ ১১ দফা দাবিতে শ্রমিকরা ইতোমধ্যে পরিবার-পরিজন নিয়ে শূন্য থালা হাতে রাজপথে ভুখা মিছিল করেছে। সরকার ইতিপূর্বে পে-কমিশন ও ৫টি সংস্থার মজুরি কমিশন প্রদান করেছে। শুধু রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ক্ষেত্রে সরকারের ভূমিকা ব্যতিক্রম।
অবিলম্বে শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন খুলনা মহানগর সভাপতি সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, নগর সেক্রেটারী শেখ মো. নাসির উদ্দিন, নগর সহ সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, সহ দপ্তর মুফতী আমিরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, সহ প্রশিক্ষণ মাও. হাফিজুর রহমান প্রমুখ।
আই.এ/