
নাহিদুজ্জামান নাহিদ, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের আয়োজনে "বেগম রোকেয়া স্মারক বক্তৃতা" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় লোকপ্রশাসন বিভাগের ভার্চুয়াল ক্লাস রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান জুবায়ের ইবনে তাহেরের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. জেবউননেছা জেবা।
প্রধান আলোচকের বক্তব্যে ড.জেবউননেছা বেগম রোকেয়ার ত্যাগ ও সংগ্রাময় জীবনের ঘটনাসমূহ শিক্ষার্থীদের মাঝে বিস্তর ভাবে তুলে ধরেন।
বর্তমান সমাজে নারী শিক্ষার অবদানের জন্য বেগম রোকেয়ার অপরিসীম অবদান উল্লেখ করে তিনি বলেন, আমাদের সমাজের মেয়েদেরও বেগম রোকেয়ার মতো এমন দৃঢ়প্রত্যয় হয়ে সাফল্য অর্জন করতে হবে। এসময় মেয়েদের জীবনের বিভিন্ন বাধা অতিক্রম করার জন্য বেগম রোকেয়ার জীবনকে অনুসরণ করার জন্য পরামর্শ দেন তিনি।
সেমিনারে সমাপনী বক্তব্যে দেন লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মুজাহিদুল ইসলাম। উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আই.এ/