
পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় মা-ছেলেসহ নারায়ণগঞ্জ ও নোয়াখালীতে ৪জন নিহত হয়েছে। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় যাত্রীবাহী দুই বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা কালে চাপা পড়ে মা ও ছেলে নিহত হয়েছেন। নিহত মা মানসুরা (২৪) ও ছেলে আফিফ (৪)।
অন্যদিকে নোয়াখালীর সদর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত তিনজন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৃথক এ দূর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফফর জানান, রাতে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার পুরিন্দা শিমুলতলী এলাকায় দুটি বাস প্রতিযোগিতা করে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এ সময় মানসুরা তার কোলের শিশুকে নিয়ে বাস থেকে নামার জন্য দরজার পাশে দাঁড়ায়। পরে সেখান থেকে পড়ে দিয়ে একই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানান ওসি। নিহত মানসুরা নরসিংদীর মাধবদী এলাকার কান্দাইলের জাহাঙ্গীরের স্ত্রী ও আফিফ তাদের ছেলে।
এদিকে নোয়াখালীর সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে কবিরহাট থেকে সোনাপুরে যাচ্ছিল অটোরিকশাটি। অশ্বদিয়া স্টিলের ব্রিজ পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৬৯০৩০) ওই অটোরিকশাকে চাপা দেয়।
এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। হতাহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
/এসএস