জনপ্রিয় ব্র্যান্ড ইফোর্ট বিডি তাদের অনলাইনে সাফল্যের সাথে ২ বছর অতিক্রম করেছে। এতদিন শুধুমাত্র অনলাইনেই ছিল তাদের পদচারনা। ‘ইফোর্ট’ এবার ক্রেতাদের হাতে সরাসরি পণ্য তুলে দিতে শনির আখড়ায় পরীক্ষামূলকভাবে চালু করেছে তাদের প্রথম মাল্টিব্র্যান্ড আউটলেট।
রাজধানীর শনির আখড়ায় অবস্থিত ঢাকা শপিং টাওয়ারের প্রথম তলায় ৪০ নম্বর দোকানটিতে এখন শোভা পাচ্ছে ইফোর্টের নাম সমৃদ্ধ ঝলমলে ব্যানার। ভেতরে ঢুকলেই চোখে পড়ে সাধাসিধে সাজসজ্জার মাঝে তাদের ব্যতিক্রমী ডিজাইনের টি-শার্ট ও বইয়ের বিশাল সংগ্রহ।
ইফোর্ট বিডির স্বত্ত্বাধীকারী ও ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আহমাদ বলেন, ‘ক্রেতা ও শুভাকাঙ্খীদের ভালবাসা ছিল বলেই ইফোর্ট বিডির বন্ধুর পথ মসৃণ হয়েছে। শুরু থেকেই আমরা কখনোই আমাদের পণ্যের মানের সাথে আপোষ করিনি। চেষ্টা করেছি ক্রেতার সাধ্যের মধ্যে সেরা মানের পণ্যটি দিতে। সবারই একটা অভিযোগ ছিল আমাদের শো রুম না থাকা নিয়ে। তাই আমাদের চেষ্টা ছিল আপনাদের কাছে সরাসরি পণ্য তুলে দিয়ে ভালবাসা বিনিময়ের।
আলহামদুলিল্লাহ! আমরা সেই সাফল্যের দ্বারপ্রান্তে। খুব শীঘ্রই সবাইকে সাথে নিয়ে আমরা এর আনুষ্ঠানিক উদ্বোধন করবো ইনশাআল্লাহ। এখান থেকে ক্রেতারা সরাসরি তাদের পছন্দের যে কোনো টি-শার্ট, বই ও ইফোর্টের যে কোনো পণ্য ক্রয় ও অর্ডার করতে পারবেন’।
ক্রেতারা এখন থেকে প্রয়োজনীয় যে কোনো বইয়ের অর্ডার করলে নিতে পারবেন এখান থেকেই। ক্রেতা ও শুভানুধ্যায়ীদের আউটলেটে আমন্ত্রণ জানিয়েছেন ইফোর্ট বিডির কর্ণধার ইয়াসিন আহমাদ।
/এসএস