
ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম ওয়াকফ দেওবন্দের শিক্ষার্থীর ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। দেশটির স্থানীয় উর্দু গণমাধ্যম মিল্লাত টাইমস শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে।
খবরে বলা হয়, দেওবন্দ মাদরাসার তাকমিল (মাস্টার্স)-এর শিক্ষার্থী মুহাম্মাদ আলিম (২০) শুক্রবার ছুটি কাটিয়ে সন্ধ্যায় বাসে করে বাড়ি থেকে মাদরসায় ফেরার সময় অজ্ঞাত চারজন হিন্দু সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে মাথায় মারাত্মক আঘাত পান ওই শিক্ষার্থী। শুধু তাই নয়; তাকে ধর্মীয়ভাবেও কটুকথা বলে আক্রমণ করে ওই উগ্রবাদী সন্ত্রাসীরা।
এদিকে এই ঘটনায় দারুল উলুমে শিক্ষার্থীদের মাঝে থমথমে পরিবেশ বিরাজ করছে। আহত মুহাম্মাদ আলিম অজ্ঞাত চারজন সন্ত্রাসীদের বিপক্ষে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। পুলিশ বাসের ড্রাইভার ও কনট্রাকটরকে গ্রেফতার দেখালেও অভিযুক্ত কাউকেই আটক করতে পারেনি।
আই.এ/