পাবলিক ভয়েস : মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ম্যাচে জিততে জিততে হেরেছে মাশরাফি বাহিনী। ঢাকার ১৮৩ রানের জবাবে ১৮১ রানেই শেষ হয়েছে রংপুরের ইনিংস। ফলে ২ রানে ম্যাচ জিতেছে ঢাকা ডাইনামাইটস।
টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতে ৩৩ রানে যখন ঢাকার ৩ উইকেট উধাওয়ে খাদের কিনারায় হাল ধরেন সাকিব। রানের পাহাড় তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদানটা দিতে হবে পোলার্ডকে। ২৬ বলে ৬২ রানের ঝড়ো ইনিংসে এই বড় লক্ষ্য দাঁড় করাতে সক্ষম হয়েছে ঢাকা।
চারটি চার আর পাঁচটি ছয়ে চোখ ধাঁধানো ইনিংস উপহার দিয়েছে এই টি-টিয়েন্টির ফেরিওয়ালা। ব্যাটিং স্তম্ভ ধরে রেখেছে এক প্রান্ত থেকে সাকিব। ৩৭ বলে ৩৬ রানের গুরুত্ব এ জায়গায়।
পোলার্ড সাজঘরে ফিরে যাওয়ার পর নিস্তার পায়নি রংপুর। এবার তার সতীর্থ আন্দ্রে রাসেলের ছোট ঝড়। রানের পালে বাতাস বলে যায় হয় আরকি। ১৩ বলে ২৩ রান করে শফিউলের বলে ক্রিজ ছাড়েন এই ইন্ডিজ তারকা।
ছোট সংগ্রহ আসে রনি (১৮) ও মিজানের (১৫) কাছ থেকেও। শফিউল একাই নিয়েছেন তিনটি উইকেট। গাজী ও হাওয়েল তুলে নিয়েছেন দুটি করে উইকেট। রানের গতি কমিয়ে ২২ রান দিয়ে ১ উইকেট নিয়েছে ম্যাশ। ফরহাদ রেজাও পেয়েছেন একটি উইকেট।
মেহেদি মারুফ এবং ক্রিস গেইল মিলে রংপুরের শুরুটা ভালোই করেছিলেন। ইনিংসের তৃতীয় ওভারের শুভাগত হোমকে ছক্কা হাঁকিয়ে ওভারের দারুণ শুরু করেন গেইল।এরপরের বলে লেগ বিফরের ফাঁদে পড়লে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। জীবন পেয়ে অবশ্য সেটাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন গেইল।
তৃতীয় বলে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে রাসেল এবং পোলার্ডের সম্মলিত দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন তিনি। ৮ রান আসে তাঁর ব্যাট থেকে। পরের ওভারে বোলিংয়ে এসে মেহেদি মারুফকে ১০ রানে উইকেটের পেছনে ১০ রানে ক্যাচ দিয়ে বিদায় করেন রাসেল।