পাবলিক ভয়েস : চীনের উইঘুরে নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে কামরাঙ্গীরচর থানা তৌহিদী জনতা ও ওলামা পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল আজ শুক্রবার (১১ জানুয়ারি)।
জানা গেছে নির্বিচারে মুসলিম হত্যা করা হচ্ছে, তার প্রতিবাদে কামরাঙ্গীরচরে আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী এর নেতৃত্তে ইসলাম তৌহিদী জনতা-ওলামা পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল করেন আজ শুক্রবার।
গত অগাস্ট মাসে জাতিসংঘের একটি কমিটি জানতে পেরেছে যে ১০ লাখের মতো উইগর মুসলিমকে পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং অঞ্চলে কয়েকটি শিবিরে বন্দী করে রাখা হয়েছে। এবং তাদের উপর নির্বিচারে নির্যাতন হত্যা করা হচ্ছে।
উলেক্ষ, সাম্প্রতিক সময়ে চীনে মুসলিমদের উপর নির্যাতন হত্যা চালানো হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব ক্যাম্পে তাদেরকে 'নতুন করে শিক্ষা' দেওয়া হচ্ছে। কিন্তু বেইজিং সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। কিন্তু একইসাথে শিনজিয়াং প্রদেশে বসবাসকারী লোকজনের ওপর চীন সরকারের নিপীড়নমূলক নজরদারির তথ্যপ্রমাণ ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে।
তার প্রতিবাদে কামরাঙ্গীরচরে আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী এর নেতৃত্তে ইসলাম তৌহিদী জনতা-ওলামা পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল করেন আজ শুক্রবার।