উপমহাদেশের পরিচিত আলেমে দীন শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. কে নিয়ে যমুনা টিভির একটি প্রতিবেদনকে উদ্দেশ্যপ্রণোদিতেও মিথ্যা সংবাদ আখ্যা দিয়ে তার প্রতিবাদে উত্তরায় যুব মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (মঙ্গলবার) বাদ আসর উত্তরা আজমপুর রেলগেট জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজমপুর মোড়ে গিয়ে শেষ হয়। বাংলাদেশ খেলাফত যুব মজলিস উত্তরা জোনের সভাপতি মুফতি নেয়ামতুল্লাহ আমিনের সভাপতিত্বে ও হাবীবুল্লাহ সিরাজের সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ মিছিলে কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মুফতি নেয়ামতুল্লাহ আমিন বলেন:শাইখুল হাদিস শুধু একটি নাম নয়,বরং একটি ইতিহাস।শাইখুল হাদিসের বিরুদ্ধে কিছু বলা মানে এ দেশের ইতিহাস ও স্বাধীনতার বিরুদ্ধে কিছু বলা। সরকার এবং নিরাপত্তাবাহিনীরর প্রতি যমুনা টিভির বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শুক্রবারের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে সারাদেশের তাওহিদী জনতাকে নিয়ে আমরা আন্দোলনে নামব। তখন নিরাপত্তা ব্যবস্থার অবনতি হলে এর জন্য সরকার এবং প্রশাসনই দায়ী থাকবে।
এসময় উপস্থিত ছিলেন;বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ঢাকা মহানগরের বাইতুল মাল সম্পাদক মাওল্লা আব্দুল্লাহ আশরাফ, মজলিসে আমেলা সদস্য মাওলানা মুর্শিদ সিদ্দিকী, দক্ষিনখান থানা সভাপতি মাওলানা খাইরুল ইসলাম জিহাদী, উত্তরা জোনের বাইতুল মাল সম্পাদক মাওলানা ফয়দাল মাহমু প্রমুখ।
প্রসঙ্গত : গত ২৭ নভেম্বর হলি আর্টিজেন মামলার রায় প্রকাশ করার পর বাংলাদেশে জঙ্গী তথা সন্ত্রসী গোষ্ঠির তৎপরতা নিয়ে প্রকাশ করা যমুনা টিভির ওই প্রতিবেদনে দাবি করা হয় বাংলাদেশে হরকতুল জিহাদ তথা হুজির প্রতিষ্ঠাতা ছিলেন শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক। যে প্রতিবেদন প্রকাশের পর থেকেই কঠোর প্রতিবাদে নেমেছে সকলে। যমুনা টিভির এই প্রতিবেদনকে ধৃষ্টতা আখ্যা দিয়ে এ ব্যাপারে কঠোর প্রতিবাদ জানিয়েছেন সর্বমহলের সচেতন ব্যাক্তিগন।