শেখ নাসির উদ্দিন, খুলনা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যদিয়ে গতকাল বৃহস্পতিবার দিনটি পালন করে খুলনার বিভিন্ন সংগঠন। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর পথিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা।
স্বাধীনতা সাংবাদিক ফোরাম নগর আ.লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেশে ফেরার মধ্য দিয়েই বিজয়ের পূর্ণতা আসে। তাই জাতির পিতাকে স্মরণ করতে হবে অবনত মস্তকে।’
তিনি বলেন, ‘গেল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ পুনরায় নৌকা প্রতীকে ভোট দিয়ে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করেছেন।’
গতকাল বৃহস্পতিবার (১০ জানুয়ারী) সকাল ১০টায়, খুলনা প্রেস ক্লাব চত্বরে স্বাধীনতা সাংবাদিক ফোরাম খুলনা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর পথিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগ সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মিজানুর রহমান মিজান। ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেনের পরিচালনায় বক্তৃতা করেন আ.লীগ নেতা এমডিএ বাবুল রানা, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আলমগীর কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার মাহবুবার রহমান, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা শ্যামল সিংহ রায়, সদর থানা আ.লীগ সভাপতি এড. মোঃ সাইফুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, সাংবাদিক নেতা শেখ আবু হাসান, আ.লীগ নেতা মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, সাংবাদিক মল্লিক সুধাংশু, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাবেক নগর সভাপতি শফিকুর রহমান পলাশ, সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রিয়াজ, সাঈয়েদুজ্জামান সম্রাট, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু।
জেলা ছাত্রলীগ : প্রত্যাবর্তন দিবস উপলক্ষে খুলনা প্রেস ক্লাবে তাঁর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা জেলা ছাত্রলীগ। গতকার বৃহস্পতিবার সকালে সভাপতি মো. পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি অসিত বরণ বিশ্বাস ও শেখ মোঃ আবু হানিফ, জেলা সহ-সভাপতি মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম লিখন, কানাই মন্ডল ও মোঃ আবু সাঈদ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মৃনাল কান্তি বাছাড় ও শুভ সেন, প্রচার সম্পাদক চিশতী নাজমুল বাশার সম্রাট, দপ্তর সম্পাদক বাধন হালদার, ছাত্রলীগ নেতা শাহিন ইসলাম রাজ, কাজী আহমাদুল্লাহ আশরাফ আলিফ, আল-আমিন ইসলাম সাগর, সরদার ফাহাদ হোসেন সুজন, বাপ্পি, সাগর প্রমুখ।
নগর ছাত্রলীগ : দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেছে মহানগর ছাত্রলীগ। সকাল ১০টায় খুলনা প্রেস ক্লাবে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ মাল্যদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নগর আ.লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সদর থানা আ.লীগের সভাপতি এড. মো. সাইফুল ইসলাম,নগর ছাত্রলীগর সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেল, ছাত্রলীগ নেতা সোহেল বিশ্বাস, আসাদুজ্জামান বাবু, মাসুদ হোসেন সোহান, রনবীর বাড়ই সজল, মাহামুদুল হাসান শাওন, হিরক কুমার গাইন, জব্বার আলী হীরা, আলিমুল জিয়া, সোহান হোসেন শাওন, মাহামুদুর রহমান রাজেস, তরিকুল ইসলাম তুফান, এমএ হোসেন সবুজ, শাহীন আলম, দিবাকর সাহা, আহানাফ অর্পন, জহির আব্বাস, মোঃ রাজু হোসেন, জোয়েব সিদ্দিকী, মশিউর রহমান বাদশা, রুমান আহমেদ, রেদোয়ান মারুফ, শরিফুল ইসলাম বাবু, বায়জিদ সিনা, চিন্ময় মিত্র, আব্দুস সালাম, সিকদার রাসেল, সুজন, নিয়ত প্রমুখ।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) : জেলা শাখার পক্ষ থেকে বিএমএ ভবন সংলগ্ন নির্মিত বঙ্গবন্ধুর পথিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি শেষে ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের সহ-সভাপতি ডাঃ মোল্লা হারুন অর রশিদের সভাপতিত্বে ও ডাঃ মোহাম্মদ হাসানের পরিচালনায় বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, সংগঠনের নেতা ডাঃ মোঃ জিল্লুর রহমান তরুণ, ডাঃ সুদীপ পাল, ডাঃ আনোয়ারুল আজাদ, ডাঃ এস এম দিদারুল আলম শাহীন, মুক্তিযোদ্ধা ডাঃ আর কে নাথ, ইন্টার্নী চিকিৎসক পরিষদ সভাপতি ডাঃ সুজাউদ্দিন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ : দিবস উপলক্ষে গতকাল দুপুর ২টায় আইনজীবী সমিতির বঙ্গবন্ধু ভবনের নিচ তলায় বঙ্গবন্ধু হল রুমে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এড. কাজী বাদশা মিয়ার সভাপতিত্বে ও এড. কাজী আবু শাহীনের পরিচালনায় বক্তৃতা করেন এড. বিজন কৃষ্ণ মন্ডল, এস এম তারিক মাহমুদ তারা, নিরঞ্জন কুমার ঘোষ, শফিউল আলম সুজন, আব্দুল লতিফ, এস এম সাজ্জাদ আলী, সীমর ভট্টাচার্য্য, শিকদার হাবিবুর রহমান, হিমাংশু চক্রবর্তী, সেলিনা আক্তার পিয়া, রোজিনা আক্তার, আসাদুজ্জামান মিল্টন, সমীর ঘোষ, ফিরোজ আহম্মেদ, এস এম কামাল হোসেন, মঞ্জিলুর রহমান লিটিল,আহসান হাবিব, বিপ্লব ঘোষ, সুমন্ত কুমার বিশ্বাস, সাহারা ইরানী পিয়া, রেহেনা চৌধুরী, আশরাফ আলী পাপ্পু, তিতাস, নাজিয়া আহম্মেদ বন্যা, শরিফুজ্জামান, খোরশেদ আলম, দুর্গাপদ বাওলীয়া, মেহেদী হাসান, সাজ্জাদ আলী, সজীব আহম্মেদ, উল্লাস কর, সজীব বৈরাগী প্রমুখ।
সাবেক ছাত্রলীগ ফোরাম খুলনা : দিবস উপলক্ষে সকাল ১০টায় প্রেস ক্লাব প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান নগর আ.লীগ সভাপতি ও আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে সাবেক ছাত্রলীগ ফোরাম, খুলনার নেতৃবৃন্দ। সন্ধ্যা ৭টায় নগর আ’লীগ দলীয় কার্যালয়ে ফোরামের আহ