
সিরিয়ায় তুর্কি সীমান্ত অঞ্চলে আঙ্কারার সামরিক অভিযান এবং ন্যাটো জোটের কার্যকারিতা নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ-র বক্তব্যের কঠোর সমালোচনা করেছে তুরস্ক। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সামরিক জোট ন্যাটোর নয়, বরং ‘ব্রেন ডেথ’ হয়েছে ফরাসি প্রেসিডেন্টের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
বৃহস্পতিবার প্যারিসে ন্যাটো মহাসচিবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পশ্চিমা সামরিক ন্যাটো জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এ জোট এখন এতোটাই অকার্যকর হয়ে পড়েছে যে, এর ব্রেন ডেথ হয়ে গেছে।
তিনি বলেন, তুরস্ক সিরিয়ায় সামরিক অভিযান চালালেও দেশটি যেন এটা না ভাবে যে, এ অভিযানে ন্যাটো তার সঙ্গে রয়েছে। বরং জোটের সদস্য হয়েও আঙ্কারা এককভাবে সিরিয়ায় যে অভিযান চালিয়েছে তা থেকে প্রমাণিত হয় ন্যাটোর মৃত্যু হয়েছে।
মূলত ফরাসি প্রেসিডেন্টের এমন বক্তব্যের জবাবেই শুক্রবার এ নিয়ে পাল্টা মন্তব্য করেন এরদোগান। তিনি বলেন, ব্রেন ডেথ যদি কারও হয় তাহলে ম্যাক্রোঁর হয়েছে, ন্যাটোর নয়।
সিরিয়ায় তুর্কি সামরিক অভিযান সম্পর্কে ম্যাক্রোঁর সমালোচনার জবাবে এরদোগান পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ফ্রান্সের সেনারা (ন্যাটোর উপস্থিতি) তুরস্কে কি করছে?
এদিকে ফরাসি প্রেসিডেন্টকে নিয়ে এরদোগানের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে প্যারিস। এ ঘটনায় প্যারিসে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরদোগানের মন্তব্যকে অপমানজনক হিসেবে আখ্যায়িত করেছেন ফরাসি প্রেসিডেন্টের একজন মুখপাত্র।
আই.এ/