
তানিউল করিম জীম, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রয় করার সময় হাতেনাতে ২ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা। বুধবার রাত ৯ টার সময় বিশ্ববিদ্যালয়ের লো অন ডাউন ব্রিজের কাছে থেকে ওই গাঁজা বিক্রেতাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেষ মোড়ের বাসিন্দা আলমগীর হোসেন (৩০) এবং বাটিপাড়ার মো. আজহারুল ইসলাম (২৮) অনেকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন তথ্যর ভিত্তিতে তাদের গাজাঁসহ হাতেনাতে ধরা হয়। এ সময় তাদের কাছে থেকে দুই পুটলি গাজাঁ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, আটককৃত দুই জনকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী তাঁরা ব্যবস্থা নেওয়া হবে।
আই.এ/