
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাত্রীবেশে রিকশা থেকে বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের পাশ থেকে ছিনতাইকালে তিন ছিনতাইকারীকে হাতে নাতে ধরে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু সাঈদ মো.নাজমুল হায়দার জানান, কিছু শিক্ষার্থীর ফোন পেয়ে আমি সেখানে উপস্থিত হই। তারপর মতিহার থানায় ফোন দিয়ে তাদেরকে পুলিশে দেয়ার ব্যবস্থা করি।
এ তথ্য নিশ্চিত করে মতিহার থানার ওসি মো.হাফিজুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের পাশে থেকে শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির সহায়তায় আমরা তিন ছিনতাইকারী আটক করেছি।
/এসএস