শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের ব্যাপক প্রতিবাদ ও মিছিলের প্রতি ইঙ্গিত করে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইরানের বিভিন্ন শহরে জনতা যে পদক্ষেপ নিয়েছে তা বিশ্ব সাম্রাজ্যবাদ ও ইহুদিবাদের জন্য চপেটাঘাত এবং এর ফলে শত্রুরা পিছুহটতে বাধ্য হয়েছে।
ইরানি জাতি আরও একবার শত্রুদের বড় ধরণের ষড়ষন্ত্র নস্যাৎ করে দিয়েছে, এবারের ষড়যন্ত্র ছিল অত্যন্ত বিপজ্জনক ও পরিকল্পিত। বুধবার (২৭ নভেম্বর) ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের হাজার হাজার সদস্যের এক সমাবেশে এ কথা বলেন। ইরানি সংবাদ মাধ্যম পার্সটুডে এখবর দিয়েছে।
খবরে বলা হয়, গত ১৬ নভেম্বর ইরানে জ্বালানি তেলের দাম বাড়ানোকে কেন্দ্র করে বিক্ষোভের সময় দুর্বৃত্তরা সহিংসতা ও দাঙ্গা বাধানোর চেষ্টা চালায়। এরপর থেকে ইরানের জনগণ দেশব্যাপী ইসলামি সরকার ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়ে মিছিল অব্যাহত রেখেছে।
ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেন, শত্রুরা এবারের ষড়যন্ত্রের পেছনে অনেক বেশি অর্থ ব্যয় করেছে এবং হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাতে সুযোগের অপেক্ষায় ছিল। তারা ভেবেছিল জ্বালানি তেল ইস্যুটি তাদের জন্য উপযুক্ত সুযোগ, এ কারণে তারা তাদের লোকদের মাঠে নামিয়েছিল কিন্তু ইরানি জাতি তা নস্যাৎ করে দিতে সক্ষম হয়েছে।
আই.এ/