
বি-বাড়িয়া ইসলামের নামে কথিত আহলে হাদীস দলের ইসলামী বিরোধী কার্যকালপ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করেছে ছাত্র-উলামা ও তৌহিদী জনতা।
মঙ্গলবার জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর বাজারে এ সমাবেশে অনুষ্ঠিত হয়। মাছিহাতা ইউপি ছাত্র উলামা ও তৌহিদি জনতার উদ্যোগে আয়োজতি সমাবেশে ইসলামের নামে আহলে হাদীস ইসলাম বিরোধী কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।
মিফতাহুল উলূম চান্দপুর মাদরাসার প্রিন্সিপাল মুফতি এমদাদুল্লাহর সভাপতিত্বে মুফতি লুৎফুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা কারী আবুল খায়ের, মাওলানা আব্দুল মুমিন আটলা, মুফতি রহমতুল্লাহ, মুফতী মোহাম্মদ এনামুল হাসান, মুফতি আব্দুল বারী ফান্দাউকি, হাফেজ মাওলানা আল আমীন, মাওলানা সুলাইমান, মাওলানা নজির আহমদ ফরিদী প্রমুখ।
মাছিহাতা ইউনিয়নে আহলে হাদীসদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না’ মর্মে ঘোষণা দিয়ে বক্তারা আহলে হাদীসদের কুফুরী শিরকি ভ্রান্ত মতবাদ ও তাদের সকল প্রকার অপতৎপরতা বন্ধ এবং আহলে হাদীস সংগঠন ও তার সকল কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধের দাবি তোলেন। এসময় আহলে হাদীস দলের ভ্রান্ত মতবাদের লিফলেট প্রমাণসহ উপস্থিত সকলের হাতে হাতে বিলি করা হয়।
এদিকে সমাবেশ শুরুর পূর্বে মুখলেছ মিয়া, শহীদ মিয়া ও জাহাঙ্গির মিয়ার নেতৃত্বে আহলে হাদীসদের একটি দল ইউপি চেয়ারম্যান আল আমীনুল হক পাবেল এর নিকট এসে আলেম উলামাগণের উপস্থিতে আহলে হাদিস সংগঠনের সকল কার্যক্রম থেকে ফিরে আসার ঘোষণা দেয়। তারা ভুল পথে ছিল বলে স্বীকার করে এলাকায় তাদের কোন কার্যক্রম চালাবে না বলে ওয়াদা করে।
/এসএস