আরও একবার রেকর্ড ছাড়িয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড ও অন্য গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি।
সোমবার বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব গ্যাসের উপস্থিতি ২০১৮ সালে নতুন উচ্চতায় পৌঁছেছে। গত এক দশকের গড় বৃদ্ধির চেয়ে গত বছর বেশি বেড়েছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এছাড়া তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখা মিথেন ও নাইট্রাস গ্যাসের পরিমাণও বেড়েছে।
বিভিন্ন উৎস থেকে বায়ুমণ্ডলে নিঃসরণ হওয়া গ্রিনহাউস গ্যাসের বড় একটি অংশ গ্রহণ করে নেয় সমুদ্র, বন আর স্থলভূমি। বাকি অংশ থেকে যায় পৃথিবীর বায়ুমণ্ডলে। আর এজন্য প্রতিনিয়ত উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে বাড়ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি।
আর্কটিক অঞ্চল এবং সারা বিশ্বের পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে সোমবার নতুন প্রতিবেদন প্রকাশ করেছে ডব্লিউএমও।
এতে বলা হয়েছে, ২০১৮ সালে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি ৪০৭ দশমিক ৮ পিপিএম। এর অর্থ হলো বাতাসের প্রতি দশ লাখ অণুর মধ্যে প্রায় ৪০৮টি অণুই কার্বন ডাই অক্সাইডের। ২০১৭ সালে এর পরিমাণ ছিল ৪০৫ দশমিক ৫ পিপিএম। এই বৃদ্ধির পরিমাণ গত এক দশকে গড় বৃদ্ধির চেয়েও বেশি।
আই.এ/