শেখ নাসির উদ্দিন, খুলনা : খুলনা মহানগরীর ছোট বয়রা খ্রিস্টানপাড়া এলাকায় মেঘলা মিস্ত্রী (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেলে তার লাশ উদ্ধার হয়।
মেঘলা নগরীর ছোট বয়রা খ্রিস্টানপাড়া এলাকায় মার্টিন মিস্ত্রীর মেয়ে ও হাজ্বী ফয়েজ উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, মেঘলার মা ঝর্ণা মিস্ত্রি বিকেলে ছোট বোনকে কোচিং এ দিয়ে আসার জন্য বাসা থেকে বের হলে ফিরে এসে মেয়েকে আঁড়ার সাথে ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পড়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোনাডাঙ্গা মডেল থানার (এসআই) আশরাফ হোসেন বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলো না। লাশ খুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানাযাবে।