
আফগানিস্তানের রাজধানী কাবুলে রবিবার জাতিসংঘের একটি গাড়িতে গ্রেনেড হামলায় অন্তত ১ জন বিদেশি নাগরিক নিহত হয়েছে। এছাড়া এতে আহত আরো ৫ জন। কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জাতিসংঘের একটি গাড়িতে গ্রেনেড হামলা করা হয়। তিনি আরো জানান, হামলায় আহত ৫ জনের মধ্যে ২ জন আফগান।
তবে অপর আহত ৩ জনের পরিচয় প্রকাশ করা হয়নি। কাবুলের উপকণ্ঠে একটি ব্যস্ত সড়কে এ হামলার ঘটনা ঘটে, যেদিক দিয়ে জাতিসংঘের গাড়ি সচরাচর চলাচল করে থাকে। তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।
আই.এ/